রাজবাড়ী – ১ আসনে কাজী ইরাদত আলীর মনোনয়ন চাইলেন
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত করতে হবে। রাজবাড়ী ১ আসনের দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী ইরাদত আলীকে মনোনয়ন দিতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মী ও এলাকার সাধারণ জনগণের কাছে যোগ্যবান ব্যক্তি হিসাবে কাজী ইরাদত আলী একজন পরিচিত মুখ। অনেক সুযোগ সন্ধানী সোনার চামচ মুখে নিয়ে নেতা হয়েছে এখন আখের গোচাচ্ছে। দলের জন্য তাদের কোন ত্যাগ নেই বলে উল্লেখ করেন রাজবাড়ী ২ আসনের এম পি ও জেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
কর্মী সভায় নেতা কর্মীদের উদ্যেশে তিনি আরো বলেন, আপনাদের নেতা কাজী ইরাদত আলী ৭৫ পরবর্তী সময় থেকে দলকে তিলে তিলে সংগঠিত করে আসছে। তিনি এখন সুস্থ ব্যক্তি। রাজবাড়ী ১ আসনে মনোনয়ন পাওয়ার একমাত্র তিনি’ই দাবিদার।
এসময় বক্তারা এক’ই দাবি তুলেন এবং আগামী জাতীয় নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে বলেন। নেতাদের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন। প্রধান অতিথির বক্তব্যে জিল্লুল হাকিম আরও বলেন, কাজী ইরাদত আলীর প্রতি গোয়ালন্দের মানুষের ভালোবাসা দেখে মনে হচ্ছে এই আসনে মনোয়নন পাওয়ার যোগ্য ব্যক্তি একমাত্র তিনি’ই।
করোনা মহামারীর সময় সহ বিভিন্ন দুর্যোগে রাজবাড়ী জেলার সকল অঞ্চলে সাধারণ মানুষের পাশে ছিলেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভালোবাসার প্রতীক ছিলেন তিনি । তার আওয়ামী লীগের দলের প্রতি ভালোবাসা অতুলনীয়, তিনি’ই মনোনয়ন পাওয়ার যোগ্যব্যক্তি বলে জানান বক্তারা। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায় এই দাবী রাখেন সবাই। তিনি জনগণের পাশে সবসময় আছেন এবং থাকবেন। সকল নেতাকর্মীদের একই বক্তব্য একই কথা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে দাবী রাজবাড়ী ১ আসনে মনোনয়ন দিতে হলে কাজী ইরাদত আলীকে দিতে হবে।