দৌলতি কাজীবাড়ি হইতে পূর্ব দৌলতি মিয়াজী বাড়ি পর্যন্ত রাস্তা সংস্করণের কাজ চলছে
সালমা আক্তার কুমিল্লা প্রতিনিধি
দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইনের ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন কাউন্সিলর এর সার্বিক সহযোগিতায় আজ দাউদকান্দি পৌরসভার ৯ নং ওয়ার্ড দৌলতি গ্রামের পাকা রাস্তার কাজ হোসেন মিয়াজী বাড়ি পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ চলছে, তাই এই রাস্তার কাজ হওয়াতে দৌলোদি গ্রামের ইতালিতে থাকা হোসেন মিয়াজী আনন্দিত হয়ে দাউদকান্দি পৌর মেয়র নাঈম হোসেন সৈইনকে, ও তার সাথে দাউদকান্দি প্যানেল মেয়র রকিব উদ্দিন কাউন্সিলর কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলেল শুভেচ্ছা জানায়।