জরায়ুমুখের ক্যান্সারের প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলার শুভ উদ্বোধন হলো বালিকা উচ্চ বিদ্যালয় এক ডোজ টিকা প্রদান। এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার থেকে নিজে বিরত থাকেন সুস্থ থাকেন অন্যকে অগ্রসার করে দিন। এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজবাড়ীতে জেলা পর্যায়ের এইচপিভি ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। পুলিশ সুপার আবুল কালাম আজাদ। সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার ইব্রাহিম টিটন সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা এ টিকা প্রদান করার জন্য কেন্দ্র রয়েছে। জানা গিয়েছে রাজবাড়ী সদর হাসপাতাল থেকেও টিকা নেওয়া যেতে পারে। ১০ থেকে ১৪ বছরের মেয়ে নিতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে আবেদনপত্র নিয়ে আসতে হবে টিকা গ্রহণ এর জন্য।
এ সময় ৫ম থেকে ৯ম শ্রেনীর রেজিষ্ট্রেশনকৃত ছাত্রীদের বিনামূল্যে এই ভ্যাকিসিন দেওয়া হয়। আগামী দুই সপ্তাহ জেলার প্রতিটি স্কুলের ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রীদের এই টিকা দেওয়া হবে। এই টিকা নিয়ে যদি কোন মেয়ে অসুস্থ হয়ে যায় তার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে।