জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
শহিদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করা
হয়েছে।
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপ্রাদ্যে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করে।
নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজ প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মাস ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি হাত ধুয়ে এবং অঙ্গীকার নামায় স্বাক্ষর করে বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মোক্তার পাড়া মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।