রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৩ই অক্টোবর শুক্রবার নানা কর্মসূচী দিয়ে দিনটি উদযাপন করা হয়। আলোচনার মূল বিষয় ছিল যেকোন দুর্যোগে ভয় পাওয়া যাবে না। সবাই একসাথে কাজ করতে হবে যাতে জলদুর্ভোগ সর্বনিম্নে নিয়ে আসা যায়। এ সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মাননীয় মন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাজাহান ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম নীলা,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাস, কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জায়েদ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,রূপগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমূখ। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বণার্ঢ্য র্যালী মাধ্যমে।