বিশেষ প্রতিবেদক ঃ নেত্রকোণা ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য ও কার্যকরি সভাপতি , আওয়ামী প্রত্যাগত প্রবাসী লীগ আলহাজ্ব মমতাজ হুসেন চৌধুরী আজ মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের মতিয়াখালি বাজার জামে মসজিদে পবিত্র জুম্মার নামায আদায় করেন ও তিনি দেশ , জাতি ও প্যালেষ্টাইনে নিপীড়িত মুসলমানদের বিপদমুক্ত রাখার লক্ষে দোয়া মাহফিলে যোগ দেন । মসজিদের অসমাপ্ত কিছু উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য এ সময় মসজিদ কমিটির সভাপতি উল্লাস মিয়ার হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন । জুম্মার নামাযের পর মুসুল্লীদের সাথে ও ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
উল্লেখ্য ঢাকা থেকে মদনে ঢোকার পথে তিনি বারুরী , কাইটাল বাজার , ত্রিয়শ্রী বাজার , হাটশিরা বাজার ও হাসনপুর বাজারে উপস্তিত অপেক্ষমাণ নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় ও চা বিরতি নেন । মমতাজ চৌধুরী দীর্ঘ দুই যুগ ধরে নেত্রকোণা ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তৃনমুলে কাজ করছেন ও শক্তিশালী জন সম্পৃক্ততা আছে বলে জানা যায় । তিনি বিকেলে নিজ গ্রাম দেওসহিলা ও আশপাশের অনেক নেতা কর্মী , মুরিব্বীদের সাথে আগামী দ্বাদশ নির্বাচন নিয়ে মত বিনিময় করেন ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন ও নৌকার পক্ষে ভোট চান।