নওগার সাপাহারে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক র্যালি ও আলোচনা সভা
রাজশাহী ব্যুরো ঃ অদ্য ১৩ ই অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এসময় সাপাহার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী আব্দুল কাসেমসহ সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।