শিমুল এমপি ফুটবল টুর্নামেন্ট ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম। আক্কেলপুর প্রতিনিধি
আজকে ১৩ ই অক্টোবর শুক্রবার নাটোর জেলার নলডাঙ্গা ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুল এম, পি, প্রাইজমানি কাপ ফুটবল টুর্নামেন্ট এর ১ম সেমিফাইনালে নির্দ্ধারিত সময়ে ২-২ গোলে সমাপ্ত হলে টাই ব্রেকারে রাজশাহীর শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলকিপার এর অসাধারণ দক্ষতায় ৩ টি গোল সেভ করে বগুড়ার সান্তাহার ফুটবল দল কে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়। আগামী ১৬-১০-২০২৩ ইং তারিখ সোমবার বিকেল ৩-৩০ মিঃ এ ২য় সেমিফাইনালে নাটোর ফুটবল দল বনাম নওগাঁ ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। হাজার হাজার দর্শক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলাটি উপভোগ করেন।