1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঘটনার আড়াই মাস পর মামলা করল নুরাল পাগলার পরিবার ভোলায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা সভা ও র‌্যালি রাজবাড়ী দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যক্তির মৃত্যু সাভারে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে সাভার মহানগর যুবদলের উদ্যোগে মোটরসাইকেল মোহরা অনুষ্ঠিত হয়েছে। বুরুদিয়া ইউনিয়ন পরিষদে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, প্যানেল চেয়ারম্যান শাহজাহানের একক আধিপত্যে ক্ষোভ ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা, আড়াই বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে থানচির নারিকেল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। সাভারে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপির মোটরসাইকেল মোহরাও অবস্থান কর্মসূচি গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ: তারেক রহমান টাঙ্গাইল নাগরপুরে সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার জনগনের ভোগান্তি

কলেজ ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ক্ষমা চাইলেন এসআই। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

 

কলেজ ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ক্ষমা চাইলেন এসআই

নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ি

রাজবাড়ীতে রিফায়াত ইবনে রইস আরাফ(১৮) নামের এক কলেজ ছাত্রের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে রাজবাড়ী বিনোদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই)আসিফ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার (৯ অক্টোবর)ওই শিক্ষার্থী রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ।

অভিযোগকারী রিফায়াত ইবনে রইস আরাফ রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের নুরপুর এলাকার রইচ উদ্দিন বাবুর ছেলে। সে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

অভিযুক্ত এসআই আসিফ আহমেদ ঘটনার দিন রাতে রাজবাড়ীর বিনোদপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে শিক্ষাসফর শেষে রিফায়াত ইবনে রইস আরাফের বড় ভাই রিয়াসাত ইবনে রইস শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে আসেন।
পরে তাকে নিতে মোটরসাইকেল করে আরাফ মুরগীর ফার্ম বাসস্ট্যান্ডে যান।সেখান থেকে তার ভাইকে নিয়ে সে নুরপুরের বাড়িতে চলে আসেন। বাসায় এসে আরাফের ভাই লক্ষ্য করেন তার ল্যাপটপ ও একটি ব্যাগ বাসস্ট্যান্ডে ফেলে এসেছেন।তখন আরাফ মোটরসাইকেল নিয়ে আবার মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে গিয়ে ব্যাগটি নিয়ে বাসায় ফিরছিলেন।পথে রাজবাড়ী ইয়াসিন স্কুল সংলগ্ন ২ নম্বর রেলগেটে পুলিশ প্রশাসন তার মোটরসাইকেলের গতিরোধ করে।’ সেসময় এসআই আসিফ আহমেদ, কনস্টেবল জাহাঙ্গীর, কনস্টেবল সুকান্ত তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।একপর্যায়ে এসআই আসিফ আহমেদ আরাফের শার্টের কলার ধরে ‘ইয়াবা ব্যবসায়ী’ বলে সম্বোধন করে এলোপাতাড়ি মারধর করেন। পরে এসআই আসিফ আহমেদ তার পকেটে কিছু ঢোকানোর চেষ্টা করেন।এতে ব্যর্থ হয়ে তাকে বাসায় ফোন করে টাকা আনার জন্য বলেন। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে এবং সেখানে ক্যামেরা ও বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতির কারণে আরাফকে এসআই ছেড়ে দেন।

পরে ভোর ৫টার দিকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এসআই আসিফ আহমেদ আরাফের বাড়িতে গিয়ে ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ জানান। যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তিনি তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত উপ-পরিদর্শক(এসআই) আসিফ আহমেদ বিষয়টি অস্বিকার করে বলেন, গতকাল রাতে আমি ২ নং রেলগেট এলাকায় ডিউটিতে ছিলাম।কিন্তু কোন কলেজ ছাত্রকে হয়রানি করিনি।

ভুক্তভোগী কলেজ ছাত্রের মা রুবিনা বানু প্রতিবেক কে জানান, ঘটনার পর ভোর ৫ টার দিকে এসআই আসিফ সহ কয়েকজন কনস্টেবল পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আমাদের বাড়িতে আসে।এসআই আসিফ আমাদের কাছে ক্ষমা চাই।এবং বিষয়টি গোপন রাখতে বলে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন,আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।সত্যত্ মিললে ওই এসআই এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD