বিশেষ প্রতিনিধি ঃ চ্যানেল আইয়ের ২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নিজস্ব কার্য্যালয়ে আজ ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য জনাব লিয়াকত আলী ভুইয়া ও বীর মুক্তিযোদ্বা মমতাজ হুসেন চৌধুরী । এ সময় উপস্তিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান , বিশিষ্ট চিত্র নির্মাতা ফরিদুর রেজা সাগর , পরিচালক কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজ , পরিচালক পরিবেশবিদ মুকিত মজুমদার সহ অন্যান্য পরিচালকবৃন্দ ও কলা কুশলীরা। আনন্দঘন পরিবেশে দেশের বিভিন্ন পেশার গুনগ্রাহীরা বিভিন্ন ধাপে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন । কর্তৃপক্ষ উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানান ও হালকা খাবার পরিবেশন করেন । আমরা সাগর ভাইয়ের মমত্ববোধ ও শাইখ সিরাজের ভালোবাসায় আন্তরিক ভাবে আনন্দিত ও প্রশংসা করি । পচিশে উচ্ছাস ও লাল সবুজে বিশ্বাস এই শ্লোগান নিয়ে দেশ বিদেশে চ্যানেলটির জন্মদিন উদযাপিত হচ্ছে । আমরা চ্যানেলটির উত্তোরত্তর সমৃদ্বি কামনা করছি ।