মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস পালন
মেহেরপুর প্রতিনিধি
“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (১ অক্টোবর) সকালে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয় সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি শেষ হয়ে।পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।