ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে রাজবাড়ী জেলায় বিনামূল্যে প্রতিটি ইউনিয়নের ভ্যাকসিন কার্যক্রম শুরু
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলায় সদর উপজেলায় ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে রাজবাড়ী জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মূলঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রম এর সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) খন্দকার সমীর, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিমপ্রজনন) মো: শরীফুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ, খামারিরা এবং প্রাণিসম্পদ বিভাগের অর্ধ শতাধিক টিকা প্রদানকারী সদস্যরা। প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প থেকে বিনামূল্যে প্রদানের জন্য এই ভ্যাক্সিন সরবরাহ করা হয়েছে।