রাজবাড়ী সদর উপজেলার বড় মসজিদের নিচে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবী(সঃ)পালিত
রাজবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ)-১৪৪৫ হিজরী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণী এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিসার ফিরোজ আল আসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যা। আলোচক ছিলেন, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির। পরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।