বৃক্ষ আমাদের পরম বন্ধু, বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়–তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই বেশী বেশী গাছ লাগিয়ে পরিবেশ কে রক্ষা করতে হবে ।
গতকাল ২৪ সে সেপ্টেম্বর রবিবার দুপুর ১ টায় “আমি অনন্যা ” (নারীদের সামাজিক উন্নয়ন সংস্হা) র আয়োজনে বগুড়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। এই সময় কলেজের প্রিন্সিপাল ,'” আমি অনন্যার “সন্মানিত উপদেষ্টা Yasmin Hasan, Doll House, সভাপতি Umme Fatima Lisa সহসভাপতি Taslima Akter সদস্য Parvin Akhter সহ কলেজের শিক্ষকমন্ডলি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কদিন ধরেই বৃষ্টি থাকার কারনে গাছগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা সম্ভব হয় নি । আকাশ সামান্য পরিষ্কার হওয়ায় প্রিন্সিপালের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছ গুলো লাগানোর জন্য উপহার দেওয়া হয়। কলেজের শিক্ষার্থীরা গাছ পেয়ে অনেক খুশী এবং তারা দাবি করেছে ওরা আরো কিছু কাঠগোলাপ এর গাছ উপহার চায়। “আমি অনন্যার” কর্তৃপক্ষ ছাত্রীদের কথা দিয়েছেন এবং একটা লিস্ট তৈরি করে তাদের দিতে বলেছেন । পরবর্তীতে লিস্ট মোতাবেক ছাত্রীদেরকে কাঠগোলাপ গাছ উপহার দেওয়া হবে মর্মে তারা অঙ্গীকার ব্যাক্ত করেন । উপহারকৃত গাছগুলো ডোনেট করেছে ” আমি অনন্ন্যার “সভাপতি উম্মে ফাতেমা লিসা ,তাছলিমা আকতার সিমী, এবং পারভীন আকতার । তাছাড়া সহসভাপতি তাছলিমা বলেছে গাছ এর বিনিময়ে নাকি ধন্যবাদ বলতে নেই। তাই ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করাটায় বাঞ্ছনীয় ।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে ইয়াসমিনের সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।