রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সবুজনগর (প্রিন্ট ও অনলাইন ভার্সন) পত্রিকার সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন এর শাশুড়ী আম্মা আমেনা বেগম বেশি কিছুদিন যাবৎ বিভিন্ন অসুখসহ হৃদরোগে ভুগছিলেন। অসুস্থতার মাত্রা বেশি হলে গত রোববার রাত আনুমানিক ১০টার সময় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সকাল ১১টার সময় রাজশাহীর ঐ বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।( ইন্না নিল্লাহে ওয়া ইন্নাল এলাহী রাজেউন ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তার বাড়ি রাজশাহী জেলার শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়া গ্রামে।
মরহুমা আমেনা বেগম ১৯৯৩ সালে স্বামীকে হারিয়ে ২ ছেলে ও ৬ মেয়ে নিয়ে জীবন সংগ্রামের অনেকটি বছর অনেক দু:খ কষ্টে কাটিয়েছেন। তাঁর ছেলে-মেয়েরা প্রায় সবাই প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। তার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে ছেলে- মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তিনি ছিলেন পরিবারের অভিভাবক। জ্ঞান, বুদ্ধি দিয়ে পথ চলতে শিখিয়েছেন পরিবারের সকল সদস্যদের।এসময় তার মৃত্যুতে পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। প্রতিবেশীরাও একজন সৎ যোগ্য দয়াশীল দানশীল প্রতিবেশীকে হারালো।
মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, ভাই-বোন ও নাতি নাত্নীসহ অসংখ্য গুণগ্রাহী ও আপনজন রেখে যান। বেঁচে থাকার সময় যে মানুষটিকে হয়তো অনেকে গুরুত্ব দেয়নি তারা আজ তার শূণ্যতা অনুভব করছে। অনেকে চিৎকার করে কাঁদতে না পারলেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কেউ বা চিৎকার দিয়ে।আজ কারো কিছু করার নেই, কান্না ছাড়া। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন এ মহিষী নারী। সবাইকে একদিন চলে যেতে হবে এ ভবের মায়া ছেড়ে, শুধু উপরওয়ালার নির্দেশের অপেক্ষা।
মরহুমাকে নওদাপাড়ার ভাদুর মোড়ে বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।এসময় অসংখ্য মুসল্লীরা তার জানাজায় অংশ নেন।