চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈদ্যুতিক সার্কিটে আগুন লেগে বাড়ি পুড়ে ছায়
চাঁপাইনবাবগঞ্জের নাচলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে হয়ে আগুন লেগে একটি বাড়ি পুরোপুরি ভাবে ভস্মীভূত হয়েছে। জানাগেছে, নাচোল পৌর এলাকার পাঁচ নাম্বার ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেকের বাড়িতেবৈদ্যুতিক সার্কিট হয়ে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। গতরাত(শনিবার) ভোর চারটার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন । ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেছেন নাচোল পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়াড কাউন্সিলর নাজনিন আক্তার নাজ। ওই আব্দুল বারেকের বউ সালেহা আক্তার জানায়, আমার ননদ বর্ষা একা থাকার কারণে প্রতিবেশী ফুফুর বাড়িতে ঘুমাতে যায়। আনুমানিক ভোর চারটার দিকে মানুষের চিৎকার চেঁচামেচি শুনে জানতে পারে যে তার বাড়িতে আগুন লেগেছে। স্থানীয়দের চেষ্টায় ও নাচোল ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ওই বাড়ির মেয়ে বর্ষা জানায়, আমাদের বাড়ির দুইটা ঘরের আসবাবপত্র, থালা বাসন, খাদ্য সামগ্রীসহ সবকিছু পুড়ে ছাঁই হয়েগেছে। আমাদের মাথা গোজার ঠাঁইটুকু নাই। এমনকি বাড়িতে কোন খাদ্য সমগ্রী নাই,পরনের পরার মত কোন কাপড় নাই। আমার বাবা-মা বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। আমি পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিত্তবানদেরকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন করছি।