ঢাকাবাসীকে হাতছানি দিয়ে ডাকছে দিয়াবাড়ির কাশফুল
রাজধানীর পাশেই উত্তরা দিয়াবাড়িতে শরৎকালের প্রধান আকর্ষন কাশফুল ফুটতে শুরু করেছে, মেট্রোরেল ত্রমণ উপভোগ করার সাথে সাদা মেঘের ন্যায় এই ফুলটি আপনার ভ্রমণকে করে তুলবে আরো সৌন্দর্য মন্ডিত।
নিজেকে যানযট থেকে বের করে মুক্তপরিবেশে কিছুক্ষণ পরিবারের সাথে একান্ত সময় কাটাতে চলে আসতে পারেন উত্তরা দিয়াবাড়ি। লেকপাড়ের দু’ধারে রয়েছে ওয়াকওয়ে, রয়েছে সারি সারি বেধে রাখা পা চালিত নৌকা।
বাস, মেট্রোরেল দু পথেই এখানে আসতে পারবেন, মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন নেমে এই প্রকৃতি উপভোগ করা যাবে। এছাড়া বিআরটিসি বাস সহ লেগুনাতে এখানে সহজেই আসা যাচ্ছে।