আমার গাঁয়ে আসো যদি
মোঃ জাবেদুল ইসলাম
আমার গাঁয়ে আসো যদি,
পেলে গ্রীষ্মের ছুটি।
সারা গাঁয়ে ঘুরে বেড়াবো,
সকল ছেলে জুটি।
আঁকা বাকা গাঁও খানি মোর
চলেছে দুরের পথে।
সবুজের ঢেউ দোল খেয়ে যায়,
কোন সারথি’র রথে।
আমার গাঁয়ে মেঠো আল পথ,
দুই ধারে তাঁর ক্ষেত।
আরও অনেক গাছ গাছালি,
সবুজ বাঁশ বেত।
আমার গায়ে আছে অনেক,
আম কাঁঠালের গাছ।
ময়না শালিক টিয়ে কোকিল
করছে তাঁরা বাস।
আমার গাঁয়ে ফুল বাগিচায়,
ফুটেছে হরেক ফুল।
মৌমাছিরা বসে সেথায়,
খায় আরও মধু দুল।
আমার গায়ের পাশে আছে,
ছোট্ট একটা নদী।
এঁকেবেঁকে চলেছে বয়ে,
দেখতে তুমি যদি।
পূর্ব আকাশে সূর্য উঠে,
পাখিরা উঠে জেগে।
ডানা মেলে উড়ে পাখিরা,
মেঘ পরীদের বেগে।
সন্ধ্যা হলে পাখিদের দল ফিরে,
আপন নীড়ের দেশে।
চাঁদ উঠেছে তাঁরা ভেসেছে।।
নীল আকাশে শেষে।
আমার গাঁয়ে আসো যদি
পেলে গ্রীষ্মের ছুটি।
পাড়া গায়ে করবো খেলা,
সকল ছেলে জুটি।