ভোলার তজুমদ্দিনে পাঁচ বছরের কিশোরীকে ধর্ষণ মামলার আসামী র্যাবের হাতে- আটক
জেলা প্রতিনিধি- ভোলা
ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন ৫ নং শম্ভুপুর ইউনিয়নের শিবপুর সাকিনস্থ মোজাম্মেল চৌকিদারের বাড়ির পার্শ্ববর্তী বসত ঘরের ৫ বছর বয়সী শিশু কন্যাকে টাকা এবং মোবাইলের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। গত ৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮: ১০ ঘটিকার সময়।
ধর্ষক ওই এলাকার ১ নং ওয়ার্ডের মৃত জনুর ছেলে মোঃ ফরিদ (৪০)।
উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী অর্থ্যাৎ ভিকটিমের বাবা বাদী হয়ে ঘটনার সহিত জড়িত উল্লেখিত বিবাদী (ধর্ষক) মোঃ ফরিদ (৪০) এর বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ধর্ষণের অভিযোগ করলে তজুমদ্দিন থানার মামলা নং-০৪, তারিখ- ০৭ এপ্রিল ২০২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) রুজু হয়।
র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প ভোলা, এবং র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে অদ্য ১২ (শনিবার) দুপুর ১৪:১০ ঘটিকার সময় এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী (ধর্ষক) মোঃ ফরিদ (৪০)। নোয়খালী জেলার বেগমগঞ্জ থানাধীন ৪ নং আলাইয়ারপুর ইউনিয়নের ৯ নং ওয়র্ডস্থ মিয়াপুর সাকিনের রাস্তার পাশে দুলালের জমি হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখিত গ্রেফতারকৃত আসামী (ধর্ষক) মোঃ ফরিদ (৪০) এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামীকে অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলা বরাবর হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন আছে।
সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করে আসছেন। ধর্ষকদের গ্রেফতারের বিষয়ে র্যাব সর্বদা সোচ্চার আছে।
তারি ধারাবাহিকতায় র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারক-চক্র’সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গেয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।