রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা
রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের ভর্তি কার্যক্রম। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে অংশ নেবেন ৪২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা।
আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে ‘বি’, ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
চলতি বছর ‘এ’, ‘বি’, ‘সি’ তিনটি ইউনিটে পরীক্ষা সম্পন্ন হবে। ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত আছে। ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।
এবার মোট আসন সংখ্যা ৪ হাজার ৩২৩টি। রাবি ছাড়াও ঢাবি, জবি, চবি, খুবি এবং বেরোবিসহ রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও দ্যা মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য আরো বলেন, তিন ইউনিট মিলে রাবি কেন্দ্রে ৭২ হাজার ৩৫ জন; ঢাবি কেন্দ্রে ৮২ হাজার ৭৪১ জন; জবি কেন্দ্রে ১০ হাজার জন; বেরোবিসহ সন্নিহিত অন্য দুটো ভেন্যুতে ৩৫ হাজার ৬৩০ জন; খুবি কেন্দ্রে ২৩ হাজার ১৮ জন এবং চবি কেন্দ্রে ১৩ হাজার ৯৯১ জন পরীক্ষা দিতে যাচ্ছে। এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।
ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রসঙ্গে উপাচার্য বলেন, “অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু অসাধুচক্র ভর্তির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় করে। তারা কখনও সনদপত্র রেখে দেয় বা রেজাল্ট শিটে নাম দেখিয়ে টাকা দাবি করে। ফলে কেউ কেউ যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতারণার শিকার হয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হচ্ছে।”
ভর্তি পরীক্ষায় নিরাপত্তায় ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার গাইড নিয়োজিত থাকবে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১২টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ, বিষয় ও হল নির্বাচন, মাইগ্রেশনসহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/ থেকে দেখা যাবে।