চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির দায়ে চাকরি হারালেন আনন্দ টিভির ‘প্রশান্ত’
নিজস্ব প্রতিনিধি
প্রায় মাস ছয় আগেই আনন্দ টিভিতে ডেপুটি নিউজ এডিটর হিসেবে যোগদান করেছিলেন প্রশান্ত কুমার দাস কথা।যোগদান করার সাথে সাথেই প্রতিষ্ঠানে নিজের আধিপত্য বিস্তার করার মোহ বাসা বাঁধে। শুরুটা একটু ভালো হলেও শেষটা ছিল অত্যন্ত জগন্য প্রকৃতির। জড়িয়ে পড়েন নানা অপরাধে। ক্ষমতার অপব্যাবহার, প্রতিনিধিদের সাথে খারাপ আচরণ, অর্থ ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ উঠতে শুরু করে কথার বিরুদ্ধে। চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করার প্রমান পান আনন্দ টিভির কর্তৃপক্ষ।শেষ পর্যন্ত পাহাড় সমান অভিযোগের দায়ে তাকে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে।বৃহস্পতিবার সকালে আনন্দ টিভির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। এসময় তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ সত্য প্রমানিত হলে তিনি কর্তৃপক্ষের নেয়া এই সিদ্ধান্ত মেনে নিয়ে তার নিজস্ব জিনিসপত্রসহ আনন্দ টিভি ভবন ত্যাগ করেন। এ বিষয়ে আনন্দ টিভির কর্তৃপক্ষ প্রশান্ত দাস কথাকে চাকরিচ্যুত করার সত্যটা জানিয়ে বলেন, যে সকল প্রতিনিধির বিরুদ্ধে আনন্দ টিভির সাবেক ডিএনই প্রশান্ত দাস কথার দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।