রুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উড়ল ফিলিস্তিনের পতাকা
রাজশাহী ব্যুরো:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)-এর সাধারণ শিক্ষার্থীরা আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে ফিলিস্তিনের জাতীয় পতাকা ঝুলিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এই পতাকা টাঙানো হয় বলে জানা গেছে। এতে কোনো স্লোগান বা কর্মসূচি ছিল না; শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শুধু ফিলিস্তিন পতাকা ঝুলিয়ে তাদের মানবিক অবস্থান তুলে ধরেন।
একজন শিক্ষার্থী জানান, “আমরা নিপীড়িত মানুষের পাশে থাকার বার্তা দিতে পতাকা ঝুলিয়েছি।”
ফিলিস্তিনে চলমান মানবিক সংকট ও সহিংসতার প্রেক্ষিতে এই প্রতীকী পদক্ষেপ শিক্ষার্থীদের বিবেক ও মানবিক চেতনার প্রতিফলন বলে অনেকেই মনে করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ।