হবিগঞ্জে মোবাইল চুরির অপরাধে যুবকের গায়ে আগুন র্যাবের অভিযানে পিতা-পুত্র গ্রেফতার
মীর দুলাল বিশেষ প্রতিবেদক :
হবিগঞ্জে বাহুবল থানা এলাকায় মোবাইল চুরির অপরাধে যুবকের গায়ে আগুন” দিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী ‘আঃ মালিক ও মোজাহিদ’কে বানিয়াচং থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯, , সিলেট ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ০৪ এপ্রিল তাদের গ্রেফতার করে।
তারা বাহুবল মডেল থানার মামলা নং-১০/৩২, হত্যা চেষ্টার আসামি ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সদরের বন দক্ষিণ গ্রামের মৃত আঃ হেকিমের পুত্র মোঃ আঃ মালিক (৫৫), তার পুত্র মোঃ মোজাহিদ মিয়া (২২)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব- ৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।