জামালপুরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার জামালপুর:
আজ শনিবার (০৫ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপারের অফিস কক্ষে কনস্টেবল হতে এএসআই(নিঃ) পদে ০১ জন এবং এএসআই (নিঃ) পদ হতে এসআই (নিঃ) পদে ০১ জন মোট ০২ পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ),জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।