নৌকাডুবিতে স্বামীসহ প্রাণ হারালেন ইবি শিক্ষার্থী মৌ
তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদা মাহজাবিন মৌ ও তাঁর স্বামী হৃদয় হোসেন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
বিষয়টি শনিবার (৫ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেন বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম।
জানা গেছে, শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সুজানগর উপজেলার সাতবারিয়া ঘাট এলাকায় ঘুরতে যান মৌ ও হৃদয়। সেসময় হঠাৎ নৌকাডুবির ঘটনা ঘটে এবং তারা নিখোঁজ হন। দীর্ঘ ১৬ ঘণ্টার উদ্ধার তৎপরতার পর শনিবার বেলা ১১টার দিকে পদ্মা নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে নৌপুলিশ ও ডুবুরি দল।
নিহত মৌ পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারের ব্যবসায়ী মানিকুজ্জামান মানিকের মেয়ে। তাঁর স্বামী হৃদয় পাবনা সদর উপজেলার কোলচরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
বিভাগীয় সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, “নদীতে নৌকাডুবির ঘটনায় আমাদের শিক্ষার্থী ও তাঁর স্বামীর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। আমরা গভীরভাবে শোকাহত। বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।