বগুড়া ছিনতাই কারীর ধারালো অস্ত্রের আঘাতে পথচারী আহত।
বিশেষ প্রতিনিধি:
বগুড়ায় প্রতিনিয়ত বাড়ছে ছিনতাই, চুরি, চাঁদাবাজি মত ঘটনা ,সদর উপজেলার পাঁচবাড়িয়া হাট এলাকায় মোঃ সুজন (৩২) কে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে আহত করে।
ছিনতাইকারীর আঘাতে আহত ব্যক্তি হলো, সদর উপজেলার চালিতাবাড়ী শাকারিয়া গ্রামের, আনোয়ার হোসেনের পুত্র সজনকে( ২৭) ছিনতাইকারীরা এলোভাতারি ভাবে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।
স্থানীয় জন সাধারণ সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য ৫ এপ্রিল ,সুজন অটো রিক্সা যোগে যাওয়ার পথে , পথ রোধ করে একই এলাকার জহুরুলের পুত্র শিহাব( ২৭) সহ আরো অজ্ঞাত নাম ৪/৫ জনধারালো অস্ত্র দিয়া এলোপাতাড়ি ভাবে শরীরের কয়েকটি স্থানে আঘাতে আহত করে। ভিকটিমের নিকট থেকে ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।