তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা জমি নিয়ে সংঘর্ষে আহত-৫
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা গ্রামে সাড়ে দুই শতাংশ জমি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে।এতে ৫ জন গুরুত্বর আহত হয়েছে।আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, নুরুল ইসলাম নুরু ( ৬৫), আসাদ, আলম, ইদ্রিস আলী ও লাভলু মিয়া।ঘটনাটি বুধবার রাতে ইউনিয়নের বালুয়াটা এলাকায় ঘটেছে।
এ ব্যাপারে বুলবুল হাসান লাভলু জানান,আমাদের কাছে আসাদুল্লাহ আড়াই শতাংশ জমি বিক্রি করার প্রস্তাবে গত চার মাস আগে টাকা বুঝে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে দলির সম্পাদনের অধিকাংশ কাজ সেরে ফেলা হয়।পরে তিনি আসাদুল্লাহ সাব রেজিস্ট্রি অফিস থেকে কেটে পড়ে।পরে সেই জমি পুনরায় তার আপনজনের নিকট বেশি টাকায় বিক্রি করে দলিল করে দেন আসাদুল্লাহ।এছাড়া এর আগেই তিনি আরও দশ শতাংশ জমি নিয়ে বেজাল সৃষ্টি করেছিলেন।ঘটনারদিন এসব বিষয় নিয়ে আসাদ পরিবারদের সঙ্গে কথাকাটির এক পর্যায় আসাদুল্লাহর নেতৃত্বে নুরুল ইসলাম নুরু পরিবারদের উপর ভারাটেরদের দিয়ে মারপিট করে আহত করে।এ ব্যাপারে আসাদুল্লাহ’র ভাতিজার স্ত্রী চামেলী বেগম জানান,আমাদের শরীকদের জমি আমরা উচিৎমুল্যে ক্রয় করে নিয়েছি।এতে এলাকার নুরুল ইসলামরা ক্ষীপ্ত হয়ে এহেন ঘটনার সৃষ্টি করে।এতে আমরাও আহত হই।এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে বলে জানাগেছে।