কেন আড়ালে থাকো
মহসিন আলম মুহিন
আশা দিয়ে তুমি আড়ালে চলে গেলে,
কিসের ছুতায়, কি দোষ খুঁজে পেলে।।
ভরা ভাদরে বলো কেন আছো দূরে সরে,
নদী’ যৌবনা, তবুও মিশে না কেন সাগরে।।
নয়নের জলে বেদনারা ভিজে ভিজে সিক্ত-
ফল নাহি মেলে, সবই লাগে যেন রিক্ত।।
ফুল আসে, কেন ফল নাই গাছের ডালে,
ঘুংঘুর পড়া পাখিরা বসে না কেন চালে।।
কেন আড়ালে থেকে বিরহের দাও জ্বালা,
তোমারই বিহনে অন্তর পুড়ে হলো কালা।।
মেঘে ঢাকা চাঁদ যায় না দেখা চোখ ভরে,
বিষাদ লাগে, সারাক্ষণ মনটা শুধুই পোড়ে।।