রূপগঞ্জে বিএনপির উদ্যোগে ৩ হাজার
পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতি নিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নে পৃথকস্থানে তিন হাজার অসহায় পরিবারে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও দুপুরে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। গোলাকান্দাইলে উপস্থিত ছিলেন- মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সংগ্রমী সাধারণ সম্পাদক মোঃ ওমর হোসেন,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহবায়ক রাকিব হাছান রাজা সহ আরো অনেকে। ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া। বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, তাশিক ওসমান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন – বিগত ১৭ বছর রূপগঞ্জের অসহায় মানুষেরা বিএনপি নেতাকর্মীদের অনুদান, আর্থিক সহায়তা থেকে বঞ্ছিত ছিল। এবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শণায় এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সার্বিক সহায়তায় রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ ধারাবাহিকতা পুরো রূপগঞ্জজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান।