গোয়ালন্দের দূর্গম চরাঞ্চলে প্রবাসীদের ঈদ উপহার
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” আর এই ঈদের আনন্দ ও খুশি ভাগাভাগি করতে গোয়ালন্দের দূর্গম চরাঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডে অবস্থিত ২১ নং বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেতকা ও রাখালগাছি গ্রামের ৬০ জন অস্বচ্ছল পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজি চাল, ১ কেজি করে পোলার চাল, চিনি, ডাল, লবণ, আলু, ২ প্রকার সেমাই, ১ টা সাবান, সব রকমের মসলা, কিচমিচ, তেজপাতা, ১ লিটার সয়াবিন তেল, ১ পোয়া গুড়া দুধ সব মিলিয়ে ১৫ রকমের খাদ্য সামগ্রী দেয়া হয়।
গোয়ালন্দ প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় ফোরামের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন ঈদ উপহার বিতরণ কমিটির সমন্বয়ক মো. লুৎফর রহমান, মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন বিপুল, কাতার প্রবাসী কেএম সোহেল মাহমুদ, নেদারল্যান্ডস প্রবাসী কামাল হোসাইন, বাহরাইন প্রবাসী মো. আলমগীর হোসেন প্রমুখ।
এসময় স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম হালিম, মো. সাজ্জাদ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. শফিক মন্ডল, বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবির।
ঈদ উপহার কার্যক্রম বিতরণের সমন্বয়ক মো. লুৎফর রহমান জানান, গোয়ালন্দ প্রবাসী ফোরাম একটি অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন। সংগঠনটি গোয়ালন্দের কিছু মানবিক সন্তান যারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে তাদের সমন্বয়ে গঠিত। সংগঠনটি বিভিন্ন দুর্যোগ কবলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে তাদের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে মাঝে মধ্যেই সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলার দূর্গম চরাঞ্চল বেতকা ও রাখালগাছি বসবাসরত অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।