জয়পুরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিমপাথী টু ইউ’ এর উদ্যোগে ইফতার বিতরণ
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি :
ঈদের আনন্দ ভাগাভাগি করতে জয়পুরহাটে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের ঈদের নতুন জামা ও তাদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যার আগে শহরের হাজী মাদ্রাসা রোডের শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুল চত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিমপাথী টু ইউ’ এর উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান মশিউর রহমান, জয়পুরহাট জেনারেল হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ জান্নাতুন ফেরদৌস শাপলা, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নেহারি জান্নাত, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসনিম সিদ্দিকি ও শিশু বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে শতাধিক শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে তাদের হাতে ঈদ সামগ্রী ও ইফতার তুলে দেওয়া হয়।
সংগঠনের চেয়ারম্যান মশিউর রহমান জানান, এলাকার সুবিধা বঞ্চিত একশোর বেশি শিশুদের ঈদের নতুন জামা-কাপড়, ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করেছি। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য তাদের মুখে হাসি ফুটানোয় ছিল আমাদের মূল উদ্দেশ্যে