কিশোরগঞ্জে অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা।
মোঃ সবুজ মিয়া কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
অনলাইন জুয়া খেলে ঋনগ্রস্ত হয়ে হতাশায় শান্ত মরিয়ম ইউনিভার্সিটির শিক্ষার্থী(২৭)বছর বয়সী আব্দুল্লাহ আল নোমান ওরফে সাকিল আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়িমধুপুর কুঠিয়ালপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে সাকিল।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আব্দুল্লাহ আল নোমান ওরফে সাকিল শান্ত মরিয়ম ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। সে দীর্ঘদিন যাবত ধরে অনলাইন জুয়া গেমে আসক্ত। অনলাইন জুয়ায় হেরে সে প্রচুর টাকার ঋণী হয়ে পড়ে।ঋণ পরিশোধের জন্য পরিবারের কাছে টাকা চাইলে অস্বীকৃতি জানায়। এতে ঋণের চিন্তায় হতাশ হয়ে আব্দুল্লাহ আল নোমান ওরফে সাকিল বুধবার ভোরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কিশোরগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে অনলাইন গেমে আসক্ত ছিল।ঋণগ্রস্ত হয়ে পরিবারের কাছে টাকা চেয়ে পায়নি।পরে ঋণের চিন্তায় হতাশা নিয়ে সে আত্মহত্যা করেছে।