গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।
২৬ মার্চ (বুধবার) দিনের প্রথম প্রহরে সকাল সাড়ে ৮ টায় গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, ফোরামের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম-আহবায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মইনুল হক মৃধা, যুগ্ম-সদস্য সচিব, দৈনিক আকাশ জমিন ও আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, ফোরামের সদস্য, দৈনিক জণকণ্ঠ ও দেশ টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, ফোরামের সদস্য ও দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান খান জুয়েল প্রমুখ।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ফোরামের অফিসে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।