স্বাধীনতা আমার
বিনয় দেবনাথ।
“হে স্বাধীনতা” তুমি আমার অহংকার, তুমি আমার গর্ব।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে তোমায় পেয়েছি
অনেক মা-বোনের ইজ্জতের বিনিময়ে তোমায় পেয়েছি
অগণিত মায়ের সন্তান হারার বিনিময়ে তোমায় পেয়েছি
বহু বহু মানুষের গৃহ হারার বিনিময়ে তোমায় পেয়েছি।
“হে স্বাধীনতা” তুমি আমার চেতনা, তুমি আমার স্বপ্ন।
সীমাহীন ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তোমায় পেয়েছি
আহারের জ্বালা যন্ত্রণার বিনিময়ে তোমায় পেয়েছি
স্বামী হারা স্রীর অশ্রু জলের বিনিময়ে তোমায় পেয়েছি
মায়ের কুলের শিশু হারার বিনিময়ে তোমায় পেয়েছি।
“হে স্বাধীনতা” তুমি আমার কন্ঠস্বর, তুমি আমার সাধনা।
দীনহীন মানুষের অনাহারের বিনিময়ে তোমায় পেয়েছি
বিধবা নারীর নির্যাতনের বিনিময়ে তোমায় পেয়েছি
বহু নিরীহ মানুষের কান্নার বিনিময়ে তোমায় পেয়েছি
মেহনতি মানুষের কষ্টের বিনিময়ে তোমায় পেয়েছি।।
আজ আমরা স্বাধীন।
এসো সবাই ভাই-বোন
লাল-সবুজের পতাকার
নিশান উড়াই এখন,
হিংসা বিদ্বেষ ভুলে যাই
সোনার বাংলা গড়বো
আশা পূরণ হবে তখন।
এ দেশ গড়তে হবে সবার
এই “স্বাধীনতা আমার”।।