গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত ট্রাকসহ মালামাল উদ্ধার।
রাজশাহী ব্যুরো ঃ মামলার বাদী ট্রাক ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), পিতা-মোঃ আজিজার রহমান, সাং-পশ্চিম বাবুখাঁ এবং তার সঙ্গীয় সহকারী ড্রাইভার মোঃ আলী হোসেন (২৪), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-বালাকুয়া, উভয় থানা-কোতয়ালী, মহানগর রংপুর গত ২২/০২/২০২৫খ্রি. ইসমাইল ফুড, পতেঙ্গা, চট্টগ্রাম হতে তারা একটি হলুদ ও নীল রংয়ের ASHOK LELAND ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ট-২৪-৭৬৩৬ যোগে ৭৫ (পঁচাত্তর) ড্রাম পাম তৈল (যার প্রতিটি ড্রামে ১৮৬ কেজি পাম তৈল সর্বমোট (১৮৬x৭৫)=১৩,৯৫০ কেজি পাম তৈল) লোড করে লালমনিরহাট জেলার উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে গত ২৪/০২/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুরে মহাসড়কে একটি অজ্ঞাতনামা ট্রাক যোগে অজ্ঞাতনামা ০৮/১০ জন ব্যক্তি তাদের গাড়িকে পাশ কাটিয়ে ওভারটেক করে গতিরোধ করে। অজ্ঞাতনামা ব্যক্তিগণ তাদের দুজনকে মারধর করে জোরপূর্বক নেশা জাতীয় কিছু পান করায়ে অজ্ঞান করে তৈলের ড্রাম ভর্তি ট্রাকটি নিয়ে চলে যায়। পরবর্তীতে গোদাগাড়ী থানা এলাকা হতে পুলিশ খালি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা নং-৩৮, তারিখ-২৬/০২/২০২৫ খ্রি., ধারা-৩৯৫/৩৯৭/৩২৮ পেনাল কোড দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে লুণ্ঠিত পাম তেল (৭৫ ড্রাম) নওগাঁ জেলার সাপাহার থানা এলাকা হতে উদ্ধার করে এবং ডাকাত চক্রের ০৩(তিন) জন সদস্য ১। মোঃ আঃ ছামাদ(৫৫), পিতা-মৃত মীর বক্স, সাং-শফিকপুর, থানা-রানীনগর, ২। হারুন অর রশিদ (৩২), পিতা-মোঃ আবুল হায়াত, সাং-মাইপুর, ৩। অনিল (২১), পিতা-অরুণ, সাং-নিশ্চিতপুর উভয় থানা-সাপাহার, সর্ব জেলা-নওগাঁগণকে গ্রেফতার করতে সমর্থ হয়।
অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।