রাবির সংগীত বিভাগের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের প্রথম অ্যালামনাই কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রায় ২৫ বছর পর অনুষ্ঠিত অ্যালামনাই অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক সলোক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক সোনিয়া শারমিন খান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহসভাপতি সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক দোলন সরকার। কমিটির নির্বাহী সদস্য তপু ইসলাম, পলি গুহ, তানজিলা জিনাত, নার্গিস সুলতানা তৃপ্তি, রিপন প্রামানিক। আরও সাধারণ সদস্য হিসেবে আছেন সরদার জহুরুল, হুমায়ুন আহমেদ, সুদীপ্তা, পারমিতা হক, ফারজানা আলী দিনা, আলী উম্মুল ফারিয়া, সিফাত – ই-সাদিয়া, মিতুল দাশ, সানজিদা বিপ্রা।
সংগীত বিভাগের ১২ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কমিটির সদস্য সরদার জহুরুল বলেন, কমিটির সকল সদস্য, সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে বিভাগের উত্তর উত্তর সফলতায় আমরা কাজ করবো এবং সংগীত প্রসারে আমরা বিভিন্ন পরিকল্পনা ও তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবো।
প্রসঙ্গত, ২৫ বছর আগে ২০০০ সালে যাত্রা শুরু হয় রাবির সংগীত ও নাট্যকলা বিভাগের, পরবর্তীতে ২০১৪ সালে নাট্যকলা আলাদা বিভাগ হলে স্বতন্ত্র বিভাগ হয় সংগীত বিভাগ। এবারই প্রথম সংগীত বিভাগ অ্যালামনাই কমিটি গঠন করলো।