filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 92.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

গোয়ালন্দ সান সাইন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সান সাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সান-সাইন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জয়ন্ত কুমার দাস’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
গোয়ালন্দ সান সাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম প্রমুখ। এসময় অভিভাবক প্রতিনিধি, স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।