ফ্যাসিস্ট সরকার জনগণকে নির্বাচন থেকে দূরে রেখেছিল -যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল
তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল, তার পরিণতি সবই জানেন। হাসিনাকেও লেজ গুটিয়ে পালাতে হয়েছে।ফ্যাসিস্ট সরকার জনগণকে নির্বাচন থেকে দূরে রেখেছিল।আমরা একটি সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছিলাম,আমাদের কথা মানলে তার এ পরিণতি হতো না।যারা মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে,তাদের কোনো ভোট এদেশে হবে না।’দেশের মানুষ স্বস্থিতে থাকুক এমন কামনা করেছেন দেশরত্ন আমার আপনার নেতা তারেক জিয়া।বুধবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ময়দানে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন,প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।উদ্বোধন করেন,জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী ও সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরিদুল কবীর তালুকদার শামীম।উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু,
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর হক খান দুলাল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুবেল প্রমুখ।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।৬ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে আজিম উদ্দিন আহমেদকে উপজেলা বিএনপির সভাপতি ও ফরিদুল কবীর তালুকদার শামীমকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।