চরিত্র বদলান,তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ফুয়াদ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :জামালপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের ফৌজদারী মোড় এলাকায় এ সভার আয়োজন করা হয়।
বিশাল জনসভায় আমার বাংলাদেশ এবি পার্টি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক এড.ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,আমার বাংলাদেশ এবি পার্টি’র জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সানী আব্দুল হক।এবি পার্টি জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া , জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,অনলাইনে উস্কানি দিয়ে দুনিয়ার কোন শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবে না গনতন্ত্রকামী জনগন।আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে জামালপুরবাসী, যেটা আবারো প্রমান করে দিয়েছে দেশের তরুন-যুবকরা।গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-মাঠ দখলের যে প্রতিযোগীতা দেখেছি,জনগন সেটা চলতে দিবে না।যদি কেউ মনে করে যে গনঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তরুনদের স্বপ্নকে ব্যর্থ করে দেবে,তা সফল হবে না। ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন,আগামী দিনে যারা ক্ষমতায় ফিরবার স্বপ্ন দেখছেন,তাদের পতিত সরকারের কর্মকান্ড থেকে শিক্ষা নেয়া জরুরী। পুরাতন বংশীয় লুটপাট তরুনরা আর মেনে নেবে না,তাই চরিত্র বদলান,তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে।