এবার নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে জামায়াতে সভা শুরু হয়। জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সবশেষ ১৯৮৪ সালে নারায়ণগঞ্জে প্রকাশ্যে জনসভা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর কেটে গেছে চার যুগ। এ সময়ের মধ্যে জেলাটিতে সভা করতে পারেনি দলটি। অবশেষে তাদের সেই দুঃখ ঘুচল। প্রায় ৪০ বছর পর জেলাটিতে সভা করতে পারল জামায়াত।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া সভাকে কেন্দ্র করে সকাল থেকে স্টেডিয়ামের দিকে আসতে থাকে দলটির নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে একপর্যায়ে ভরে যায় গোটা স্টেডিয়াম। ধারণা করা হচ্ছে এ সমাবেশে লক্ষাধিক লোক হয়েছে।
সভা করতে পেরে খুশি জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। সভাটিতে বক্তব্য দেন জামায়াতের স্থানীয় নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।