আরএমপি ট্রেনিং স্কুলের “সিডিআর অ্যানালাইসিস কোর্স” সমাপনী অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো ঃ আজ ৩০ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ অপরাহ্নে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ইন্সপেক্টর ও সাব- ইন্সপেক্টরদের “সিডিআর অ্যানালাইসিস কোর্স”-এর ৭ম ব্যাচের কোর্স সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোর্স সমাপনী অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
পুলিশ কমিশনার মহোদয় প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে এই প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে মাঠপর্যায়ে প্রয়োগ করে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।