উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি , নাটোর জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য , আহম্মদ আলী মোল্লা আগামী ১১ অক্টোবর ২০২৩, উপ – নির্বাচন নাটোর -৪ ( গুরুদাসপুর – বড়াইগ্রাম ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী । তিনি সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করেছেন ।
সরেজমিনে গুরুদাসপুর এবং বড়াইগ্রামের পাটপাড়া, শোনাবাজুর, মানিকপুর বাজার, বুরাইগ্রাম বাজার, মৌখারা বাজার, লওপারা বাজার, গুরুদাসপুর বাজার, মকিমপুর, নারায়নপুর, বিয়াঘাট, কুমারখালী, নাজিরপুর বাজার, বেয়ার গঙ্গারামপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় ,আগামী উপ – নির্বাচনে আহম্মদ আলী মোল্লাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় । প্রতিনিয়ত আহম্মদ আলী মোল্লার পক্ষে মোটরসাইকেল শো ডাউন ও গণ সংযোগ অব্যাহত রয়েছে ।