জয়পুরহাটে মাদক মামলায় আনারুল ইসলাম নামে একজনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আনারুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের ওহাব আলীর ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৫ এপ্রিল সাড়ে রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনারুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন সদর থানায় একটি মামলা দায়ের করে তৎকালীন সদর থানার এসআই গোলাম মোস্তফা। এ মামলার শুনানি শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। তবে আসামী জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।