ক্ষেতলালে মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে মাসব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় ময়ুম ফুটবল একাডেমি ৩-১ গোলে তিলকপুর একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। বুধবার বিকেলে ক্ষেতলাল উপজেলা দেওগ্রাম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে হাজারও দর্শক আসেন খেলা উপভোগ করতে।
খেলা শেষে ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী।
এসময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, স্থানীয় বিএনপি নেতা আব্দুস সামাদ মন্ডল বাবু ও সাবেক ছাত্রদল নেতা মিঠু উপস্থিত ছিলেন।