মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট ) এর উপাচার্য অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে এবং একাডেমিক সকল বিষয় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার লক্ষে কোয়ালিটি এসুরেন্স সেল ( কিউ এসি ) গঠনের নির্দেশ দিয়েছেন ।
আজ সকালে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের ( আই কিউ এসি ) এর সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন । সভায় BAETE / BAC থেকে রুয়েটের এক্রিডিতেশন প্রাপ্তির অগ্রগতি নিয়েও আলোচনা হয় । এ ছাড়া তিনি আই কিউ এসি এর মিশন ও ভিশন প্রস্তুত করারও নির্দেশনা দেন ।
উপাচার্য অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজনের জন্য আই কিউ এসি কে নির্দেশনা প্রদান করেন । রুয়েটের আই কিউ এসি এর পরিচালক অধ্যাপক ড, মোঃ ইমদাদুল হকের সভাপতিত্তে অনুষ্ঠিত এই সমন্নয় সভায় রুয়েটে কর্মরত শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদান ও গবেষণার মানোন্নয়নের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয় ।
এই সমন্নয় সভায় রুয়েটের বিভিন্ন ইনিস্টিটিউটের পরিচালক, অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন ।