জয়পুরহাটে ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ড। নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
১৫৪
বার পঠিত
জয়পুরহাটে ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ড
মোঃ শাহাবুদ্দিন ইসলাম ঃজয়পুরহাট
জয়পুরহাটে ডাকাতি মামলায় অতিরিক্ত দায়রা জজ -২ আদালতের বিচারক আব্বাসউদ্দীন দুই ডাকাতের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন । একই সাথে তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করেন ।
দন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে খোরশেদ ও সর্বঙ্গভাদুরিয়া গ্রামের মৃত খলিমুদ্দিনের ছেলে খালেদ ওরফে নওশা । তারা দুজনেই পলাতক রয়েছেন ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্সের সামনের রাস্তায় কয়েকজন ডাকাত দড়ি দিয়ে পথরোধ করে ডাকাতি করছিল । এ সময় পথচারীদের চিৎকারে পুলিশ হাজির হলে ডাকাতরা গুলি ছোড়ে । তখন পুলিশও ১ রাউন্ড গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও দুই জন ডাকাতকে গ্রেফতার করে । সেখানে হাত পা বাঁধা অবস্থায় এক পথচারীকে রাস্তার পাশ থেকে পুলিশ উদ্ধার করে ।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের পর সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন ।