নেত্রকোণায় আওয়ামীলীগের ৪৩ নেতাকর্মী কারাগারে
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ২০১৮সালের হামলা, ভাংচুর ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামীলীগের ৪৩নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতে উপস্থিত হয়ে মামলার ৪৪জন আসামী জামিন আবেদন করলে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ছাড়া বাকী ৪৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় দেন। আদালত থেকে জেলহাজতে নেয়ার সময় আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান দিতে শুরু করলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।২০১৮ সালে বিগত সরকারের আমলে উপজেলা বিএনপির কার্যালয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলা, ভাংচুর ও নাশকতার ঘটনায় উপজেলা যুবদল নেতা মাইনুল ইসলাম তালুকদার বাদি হয়ে চলতি বছরের ২০সেপ্টেম্বর খালিয়াজুরী থানায় ৪৮জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।