বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বৃহত্তম জাতীয় পতাকা প্রদর্শন।
স্টাফ রিপোর্টার অভি খাইরুল সাভার
ম্যান ফর ম্যান ফোর্স এর উদ্দোগে প্রতি বছরের ন্যায় এবছরেও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বৃহত্তম জাতীয় পতাকা প্রদর্শন করেন ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম।
পতাকা প্রদর্শনে অংশ গ্রহন করেছেন সংঘঠনের সদস্যবৃন্দরা। সাথে ছিলেন স্মৃতিসৌধে উপস্থিত হাজারো জনতা।
সকাল ১০ ঘটিকায় ৪০ ফিট দৈর্ঘ্য ও ২৪ ফিট প্রস্থ লাল সবুজের পতাকাটি স্মৃতিসৌধে তিন স্থানে তিনবার প্রদর্শন করা হয়েছে।
বিজয়ের আনন্দে আনন্দিত হাজারো জনতাকে মুখরিত করার জন্য পতাকা প্রদর্শনের সময় একটি শ্লোগান বারবার দিয়েছেন। শ্লোগানটি হলো, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ,
স্বাধীন দেশ বিজয়ের দেশ, বাংলাদেশ বাংলাদেশ।
মোঃ রাজিবুল ইসলাম বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনদের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
তিনি সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ এর সকল বীর যোদ্ধাদের প্রতি সেলুট জানিয়েছেন।
রাজিবুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্য টিকিয়ে রাখতে পারেননি দেশের ক্ষমতাশীল কিছু দুর্নীতিবাজ নেতা ও দেশ পরিচালনার সাথে জড়িত ছিলেন কিছু কর্মকর্তারা।
দেশের জনগনের স্বাধীনতা ফিরিয়ে পেতে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে অংশ গ্রহন করেছেন বাংলার জনতা।
দুর্নীতি ও বৈষম্য মুক্ত করতে ছাত্র জনতার আন্দোলনে মহান আল্লাহর রহমত বর্ষন হয়েছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে সফল হয়েছে ছাত্র জনতা।
বাংলাদেশের জনগন স্বাধীন ভাবে কথা বলার অধিকার পেয়েছেন।
আমরা বিগত সময়ের মত এই বাংলার বুকে আর কোন দুর্নীতিবাজ রাজনীতি চাইনা। দুর্নীতিবাজ আর কোন জনপ্রতিনিধি চাইনা। আমরা চাই দুর্নীতি মুক্ত একটি স্বাধীন দেশ।
আমরা সবাই মিলে আমার ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটি মানবিক দেশ উপহার দিতে চাই।
দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যানে দীর্ঘ এক যুগ যাবৎ অসহায় দরিদ্র সেবাবঞ্চিত বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে সেচ্ছায় কাজ করে যাচ্ছে ম্যান ফর ম্যান ফোর্স এর সকল মানবিক যোদ্ধারা।
তিনি সবাইকে সাথে নিয়ে এই দেশ গঠনে সরকারের পাশাপাশি মানবিক কাজ করার আশ্বাস দিয়েছেন।