ঘাটাইলে বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
আজ শনিবার ১৬ ডিসেম্বর সকালে
টাঙ্গাইলের ঘাটাইলে মহান বিজয় দিবসে শান্তিপূর্ণ বর্ণাঢ্য বিশাল বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
এদিন সকাল থেকেই বিএনপি এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রিত হতে থাকে। মুহূর্তেই এলাকাটি শত শত মানুষের পদভারে প্রকম্পিত হয়ে উঠে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে বিজয় দিবসের শ্রদ্ধা জানায়।
এর আগে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক মন্ত্রী ও আধুনিক ঘাটাইলের রুপকার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ এর নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিজয় শোভাযাত্রায় ঘাটাইল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।