দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের মহান বিজয় দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি ঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি। মহান বিজয় দিবস, বাঙালির গৌরবের দিন। এদিন সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপযাপন করেন।
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার( ১৬ ডিসেম্বর )সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধধনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় এর শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখা সভাপতি মোঃ রেজাউল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল দিনাজপুর জেলা শাখার যারা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ হাসু খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন,সিনিয়র সহ-সভাপতি ও সভাপতিদ্বয় মোঃ আব্দুল করিম/মোঃ আমজাদ হোসেন/ মোঃ কাজী, দপ্তর ও সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ/ মোঃ চুন্নু/ মোঃ মেহেদী হাসান/ মোঃ হেলাল।
দিনাজপুর শহর কমিটি সাধারণ সম্পাদক মোঃ খোকন।
কতোয়ালী থানা কমিটির সভাপতি মোঃ বাবু,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ।
আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ৪ নং শেখপুরা ইউনিয়ন এর সিনিয়র সহ-সভাপতি, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তাঁতী দলের বিভিন্ন নেতা কর্মী ও সাধারণ শ্রেনী পেশার মানুষ।
প্রচারে, ৪ নং শেখপুরা ইউনিয়ন এর জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি ডাঃ সমর কুমার রায়।